সাহিত্য ডেস্কঃ
প্রাণপুরুষ
-তানিয়া তিন্নি
তুমি ভালবাসি বলো হে প্রাণপুরুষ
আমি আরেকটা কবিতা লিখি
একবার এ হাত ধরো
আমি প্রজাপতি হই
এসো প্রিয়,,
প্রেমের শীতল কূলে
আবার আরেকটা বার আকাশ ভাঙুক
বৃষ্টি স্নানে মত্ত হই
জোৎস্নার আলোয় লিখেছি চিঠি
তুমি হয়োনা আতঙ্ক বৈশাখী
তুমি এসো হে প্রাণপুরুষ,
হাতের তালুতে রাখা শক্ত হাতে
আমি পড়ে নেই ভবিষ্যত
কবিতার আবেগ
কথা দিয়ে কথা না রাখা
সেইতো বেশি হয়
মানুষ্য মন সত্য বলে কি সবসময়?
এবেলায় মিথ্যে হোক অভিমান
ভালবাসার গর্ভে সৃষ্টি হোক
কবিতার ভ্রূণ…
অভিমান ভুলে,
এসো হে প্রাণপুরুষ,,
আমি আবার আরোও শতবার
সহস্রকালের প্রেমিকা হই….
তোমার চোখে মহাকাল দেখি
তুমি আসো হে প্রাণপুরুষ
আমি আবার কবিতা লিখি…।।