কবিতা সাহিত্য

বিশ্ব মা দিবসে কবি তাপস চক্রবর্তীর কবিতা

Md. Sohel Ahmed Khan   মে ১৩, ২০১৮

“মা”

-তাপস চক্রবর্তী

ধর, মা তুই চাঁদ হয়েছিস
আমি হলাম আলো,
নদীর মতো বইছি আমি
আমার যতো ভালো।

ধর, মা তুই মাটি হয়েছিস
আমি হলাম গাছ,
তোর বুকে শান্তি আমার
মাথায় সোনার তাজ।

ধর, মা তুই পাখি হয়েছিস
আমি হলাম আকাশ,
রঙিন করে সাজাই আমি
জল জীবন বাতাস।

ধর, মা তুই রাত হয়েছিস
এইতো আঁধার দেখা
শূন্য ঘর সাজাই আমি
সহজ করতে শেখা।

About the author

Md. Sohel Ahmed Khan