ছোটকাগজ নতুন বই সাহিত্য

কলকাতায় কথারূপ’র আয়োজন : পত্রিকা, গ্রন্থপ্রকাশ ও কার্ল মার্কস স্মরণে আলোচনা সভা

নরসুন্দা ডটকম   অক্টোবর ৯, ২০১৮

সংবাদদাতা ( কলকাতা, ৮ অক্টোবর ) :

প্রকাশনা সংস্থা ‘কথারূপ’-এর আয়োজনে মহামতি কার্ল মার্কসের জন্মদ্বিশতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে মনোজ্ঞ আলোচনা সহ কথাসাহিত্যিক জাকির তালুকদারের ‘কার্ল মার্কস মানুষটি কেমন ছিলেন’ গ্রন্থের ভারতীয় সংস্করণ প্রকাশ ও বাংলা ছোটগল্পের পূর্ণাঙ্গ ত্রৈমাসিক ‘গল্পদেশ’-এর প্রকাশনা অনুষ্ঠান হয়ে গেল গত ৬ অক্টোবর শনিবার।

মধ‍্য কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কথাসাহিত্যিক সাধন চট্টোপাধ্যায়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ‍্যাপক ড. রবিন পাল, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অজিত রায়, নাট‍্য ব‍্যক্তিত্ত্ব কমল প্রামাণিক ও সেন্টার ফর স্টাডিজ ইন্ সায়েন্স অ্যান্ড সোসাইটির সাধারণ সম্পাদক অশোক মুখোপাধ্যায়।

ঘোষিত সময় ঠিক সাড়ে পাঁচটায় মহাত্মা লালন ফকিরের ” গুরু তোমায় কী ধন দিল” গানটি পরিবেশন করে অনুষ্ঠানের সূচনা করে হিন্দু স্কুলের ছাত্র অনন‍্যশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সেই সুরের রেশ ধরে প্রথমে বাংলা ছোটোগল্পের পূর্ণাঙ্গ ত্রৈমাসিক’গল্পদেশ’-এর প্রথম বর্ষের প্রথম সংখ্যাটি প্রকাশ করেন কথাসাহিত্যিক সাধন চট্টোপাধ্যায়

প্রকাশ সংক্রান্ত আলোচনায় তিনি বলেন, প্রস্তুতি সংখ্যার মধ্য দিয়েই আমরা ‘গল্পদেশ’-এর একটা চরিত্র প্রতিষ্ঠা করতে সক্রিয় হয়েছিলাম। প্রথম সংখ্যা থেকে তার বিকাশযাত্রা শুরু হয়েছে। আমার অভিজ্ঞতায় এধরণের পূর্ণাঙ্গ গল্পকেন্দ্রিক কাগজ বাংলা সাহিত্যে ইতোপূর্বে হয়নি। লেখক-পাঠক- শুভানুধ্যায়ীদের ঐক‍্যবদ্ধ সহযোগিতায় ‘গল্পদেশ’ তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে।

আলোচনা সভার শুরুতে ‘গল্পদেশ’-এর পক্ষ থেকে ড. রায়কে সম্মান জ্ঞাপন করেন পত্রিকার যুগ্ম সম্পাদক রাজেশ ধর।

” প্রকাশনা পর্বের দ্বিতীয় স্তরে ড. রবিন পাল প্রকাশ করেন কথাসাহিত্যিক জাকির তালুকদারের ‘কার্ল মার্কস মানুষটি কেমন ছিলেন’ বইটির ভারতীয় সংস্করণ। বইটার ভূয়সী প্রশংসা করে তিনি আশা করেন, কার্ল মার্কস ভারতীয় উপমহাদেশে সম্পর্কে বেশ কিছু অভিমত ব্যক্ত করেছেন। লেখক যদি ব‍্যক্তি মার্কসের জীবনকথার এই অনবদ্য গ্রন্থটির পরবর্তী সংস্করণে সেই অংশগুলো যুক্ত করেন উপমহাদেশের মানুষ হিসেবে আমদের ভালো লাগা বাড়বে।

গল্পদেশ’’ সম্পাদনা করছেন- গৌতম অধিকারী


অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব মহামতি কার্ল মার্কসের জন্মদ্বিশতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে আলোচনা সভায় ‘বর্তমান বিশ্ব অর্থনীতির প্রেক্ষিতে মার্কসীয় দর্শন’ বিষয়ে বক্তব্য রাখেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অজিত কুমার রায়। দীর্ঘ আলোচনায় মার্কসের অনুমান সম্পর্কিত ভাষ‍্যগুলো আজ কীভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে সে সম্পর্কে আলোচনা করেন।

আলোচনা সভা সঞ্চালনা করেন সেসটাসের সাধারণ সম্পাদক অশোক মুখোপাধ্যায়।

অনুষ্ঠানে বিভিন্ন সময়ে সঙ্গীত পরিবেশন করেন রক্তিম দাশগুপ্ত, নির্মল সরকার, অনন‍্যশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং সিন্থেসাইজারে রবীন্দ্রনাথের গানের সুর বাজান সুকন্যা অধিকারী।

‘কথারূপ’ ও ‘গল্পদেশ’-এর পক্ষ থেকে ড. অজিত কুমার রায়কে সম্মাননা জানান ‘গল্পদেশ’-এর যুগ্ম সম্পাদক রাজেশ ধর। অনুষ্ঠানে ‘গল্পদেশ’-এর ঢাকা সম্পাদক ফয়সাল আহমেদের লিখিত শুভেচ্ছা পাঠ করে শোনানো হয় । অনাকাঙ্ক্ষিতভাবে অনুপস্থিত থাকার কারণে কথাসাহিত্যিক জাকির তালুকদারের রেকর্ডকৃত বক্তব্যটি বাজিয়ে শোনানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘গল্পদেশ’-এর সম্পাদক গৌতম অধিকারী।

 

অারো পড়তে পারেন….

চিরঞ্জীব কমরেড ফরহাদ, লাল সালাম!

কমরেড ফরহাদ: ত্যাগ, বিপ্লব আর আদর্শের প্রতীক

About the author

নরসুন্দা ডটকম