সোশ্যাল মিডিয়া

মহাত্মা লালন, আপনাকে সালাম: সৈয়দ কামরুল হাসান

নরসুন্দা ডটকম   অক্টোবর ১৬, ২০১৮

আগামী কালই তাঁর মৃত্যু বার্ষিকী – ১৮৯০ সালের ১৭ অক্টোবর তিনি দেহ ত্যাগ করেছিলেন । কুষ্টিয়ার ছেউরিয়ায় শুরু হয়েছে তাঁর স্মরণে উৎসব , হয়ে আসছে প্রতি বছর । বাউলদের এক আশ্চর্য মিলন মেলা ।

আমি নিজে গিয়েছি; বার তিনেক তো হবেই । রাত জেগেছি বাউলদের সাথে । আবার তরুন বাউল রাসেলের মোটরবাইকের পেছনে চেপে লালন গুরু সিরাজ সাইর মাজার দর্শনের সুযোগও মিলেছে ; অবহেলায় জীর্ণ সেই সমাধি !

লালন সাঁইজী

ভেবে অবাক হই শত বর্ষেরও আগে , এক “লেখাপড়া – না-জানা ” ফকির কী করে অমন শুদ্ধ আধ্যাত্মিকতার খোঁজ পেয়েছিলেন । অন্তত তার আধ্যাত্মিকতার অনুসন্ধান প্রক্রিয়ায় আমি রুমির মিল খুজে পাই । তাঁর গানের অই আরশি কি পারস্যের মহান সুফী দের আরশি নয় – ফরিদুদ্দিন আত্তারের “পাখি সম্মেলনে” র শেষে এসে আমার এই বিস্ময় জেগেছে !

অনেক গান শুনেছি লালনের – প্রচলিত ,অপ্রচলিত – বিখ্যাত– অখ্যাতদের কণ্ঠে । আমার নিজের বাছাই করা কয়েকটি গান – যা আমি সারাজীবন ধরে শুনতে থাকব তারই একটি আপনাদের সাথে ভাগ করি। গানটির অন্তরায় এক জায়গায় এসে বলছে
” রসিক যারা
চতুর তারা
তারাই নদীর ধারা চেনে ” ——

মহাত্মা লালন, আপনাকে সালাম!

সৈয়দ কামরুল হাসান: লেখক, গল্পকার।

নোট: লেখকের ফেসবুক পেজ থেকে নেয়া।

অারো পড়ুন…

প্রসঙ্গ মাসুদ রানা’র সিনেমা ও আমি : ওয়াহিদ ইবনে রেজা

হিউস্টনে রবীন্দ্রনাথের সঙ্গে একটি সন্ধ্যা : লুৎফর রহমান রিটন

About the author

নরসুন্দা ডটকম