………………………………………………..
……………………………………………………….
কুয়াশার চাদরে মোড়ানো নিঃসঙ্গ রাতে
একাকিত্বের মাঝে হঠাৎ করেই
আজ তুমি এসেছিলে।
তখন ভীষণ অপ্রস্তুত ছিলাম আমি।
একটার পর একটা
সিগারেট পুড়ে ছাই হচ্ছিলো তখনও
নিকোটিনের নীল ধোয়ায় আচ্ছন্ন ঘর।
এলোমেলো ছড়ানো ছিটানো বিছানা পত্র।
সুনামির আঘাতে বিপর্যস্ত এই নগরীতে
কেউ উঁকি দিয়েও দেখিনি কোন দিন।
তাই তো আজ তোমার আসাটাও ছিল
একেবারেই অপ্রত্যাশিত।
দরজার ওপাশে কিছুক্ষণ
দেবীমূর্তির মতো নিরবে দাঁড়িয়েছিলে
এক পা দু পা করে এগিয়ে মুখোমুখি এবার।
সিগারেটের অবশিষ্টাংশ কখন পড়ে গেছে
দু আঙুলের মাঝ থেকে, বুঝতেও পারিনি
তাকাতে পারিনি তোমার চোখের দিকে।
আর একটু এগিয়ে মাথায় রাখলে হাত
কনকনে এই শীতের রাতে তোমার উষ্ণতায়
আবার প্রাণ ফিরে পেয়ে ছিলো যেনো
অসমাপ্ত এই ভাস্কর্য আমার।
কাজল কালো দুচোখ তোমার ছলছল
গোলাপ রাঙা ঠোঁট দুটো কাঁপছিল।
যেতে যেতে থেমে গেলে অতি ধীরে
আসছি আমি, বলে ছিলে অস্ফুট স্বরে
………………………………………………………………………………
এই নির্জন দ্বীপে
……………………………………………………………………
.
বুকের বাম পাশের বিশাল প্রাসাদ
সুনসান নিরবতা, অন্ধকারাচ্ছন্ন।
মাকড়সা, ইঁদুর, আরশোলা
দখলে নেয়ার আগেই চলে এসো প্রিয়তমা
দখলে নিও এই পতিত জমিন।
তোমার পদচারনায় মুখরিত করে দিও
প্রাসাদ আমার।
জ্যোৎস্নার আলো হয়ে এসো তুমি
ঘোর অমাবস্যায়।
রঙ্গিন আলোর ঝলকানিতে
কেটে যাক জীবনের অন্ধকার।
পাখিরা গেয়ে উঠুক আবার
সবুজ অরণ্যে আমার।
দেখে নিও প্রিয়তমা
ফুলে ফুলে প্রজাপতি নেচে গেয়ে
অভিবাদন জানাবে কেবল তোমাকে।
প্রিয়তমা, চলে এসো নুপুর পায়
এই নির্জন দ্বীপে
সুখের স্বর্গ গড়ি দুজন ভালোবেসে।
……………………………………………………………………..
চলে এসো তন্দ্রামনি
……………………………………………………………………
.
অস্থিরতা ঘিরে রেখেছে আমায়
কিসের সে অস্থিরতা আজও পাইনি খুঁজে
একবার ভাবি কেউ, যেন ডাকছে আমায়
আবার দেখি শূন্য ময়দানে দাঁড়িয়ে আছি একা
প্রতি ভোরে আমার হৃদয় ভূমে সদ্য গজিয়ে ওঠা
সবুজ ঘাস মাড়িয়ে হেটে বেড়াও
কে তুমি মায়াবিনী!
তোমার নুপুর নিক্কনে ঘুম নেই চোখে।
কল্পনায় আঁকতে চেয়েছি অনেকবার
মুখাবয়ব সৃষ্টির আগেই হারিয়ে গিয়েছো বারবার।
শিশির ভেজা সবুজ ঘাসে
তোমার নরম কোমল পায়ের ছাপ স্পষ্ট।
তোমার লুকোচুরি খেলাই কি তবে
ক্রমেই অস্থির করে তুলছে আমায়?
আজ ভরা পূর্নিমায় সারা রাত
জ্যোৎস্না স্নান করেছি তোমায় দেখবো বলে।
একটু পরেই চাঁদ হারিয়ে যাবে অন্য দিগন্তে।
সবুজ ঘাসের ডগায় শিশির বিন্দু জমে আছে।
নগ্নপায়ে নেমে আসবে তুমি চাঁদকে আড়াল করে।
ঠিকানা বিহীন পথিক ঠিকানা খুঁজবে তোমার চোখে
চলে এসো তন্দ্রামনি
আজ এই ভোরের শিশির ভেজা ঘাসে।
সূর্যোদয়ের আগেই
পুব আকাশ আলোকিত করে।
………………………………………………………………