বারবেলা ।। দেবলীনা স্বপ্না পাল
মাঠের মাঝে শকুন দুটি পরস্পরের দিকে একদৃষ্টে চেয়ে ছিল। দূর থেকে দুজনের ভয়ার্ত স্বর ভেসে আসছিল।
– আমাগো কি আর বেচাকেনা হবে না রে ভাই, ক্ষিদে তো লাগে প্যাট যে কথা শোনে না।
– আবুজান, আমি তোমার সোমত্ত বেটা হই কিছু করতি পারতিছি নে, ক্ষমা কর।
– তুই কি করবি রসুল, কি জানি কি রোগ আইছে, আমাগো সক্কলের জীবন না নিয়ে তার শান্তি নাই।
– সত্যি কচ্চো আবুজান, আমি কাল যামু, দেখি কিছু জোগাড় করতে পারি কীনা।
সকাল হতেই মিয়া দেখল তার ঘরে রসুল নেই। পাগলের মত ছুটতে লাগল মিয়া। দূর থেকে বাহিনীর টহলের ঈশারা ভেসে আসছিল। হঠাৎ কান ফাটানো শব্দে স্তব্ধ প্রকৃতি কিছুটা জেগে উঠে আবার ঘুমিয়ে পড়ল। রক্তাক্ত দুটো লাশ টেনে নিয়ে যাচ্ছে জলপাই রঙের মানুষ। প্রবল বর্ষণে ভেসে যাচ্ছে নগরীর রাস্তা।

দেবলীনা স্বপ্না পাল : গল্পকার, কলকাতা