করোনাকালে চৈত্রসংক্রান্তি ।। সানিয়া আফ্রিন
চৈত্রসংক্রান্তি ছিল কাল। জন্মের পর থেকে ঐদিন আমরা বারমিশালি সবজি খাই। চাল ভাজা, নিমপাতা ভাজা খাবার রেয়াজ ছিল। মহল্লার মানুষজন যার বাড়িতে যেই সবজি থাকতো দিয়ে যেত। আমরা কাউকে করলা,পুঁই শাক দিলে ওরা হয়তো ডাঁটা, ডিমালি শাক দিয়ে যেত।এভাবে বারো পদ হয়ে যেত।
উত্তরবঙ্গের এই রীতি যুগযুগ ধরে চলে আসছে।সবাই সেই বারমিশালি তরকারি রেঁধে দিত সবাইকে। আব্বা প্রতি বছর ঐদিন সজনা পাড়তেন গাছ থেকে। পাড়া প্রতিবেশীদের দেয়া হতো ।
এবারো তার ব্যতিক্রম হয়নি। তবে কাল আম্মা এই প্রথম বারমিশালি সবজি রাঁধেননি। আব্বা যথারীতি গাছ থেকে সজনা পেড়েছেন। আশেপাশের লোকজন সব নিয়ে গেছে।ভাগ্যে জুটেছে কেবল ৫ টা সজনা…