শত শব্দের গল্প সাহিত্য

লকডাউনে প্রেম ।। রাজেশ ধর

নরসুন্দা ডটকম   এপ্রিল ২২, ২০২০
প্রেম

এক’শ শব্দের গল্প

 লকডাউনে প্রেম ।। রাজেশ ধর

 ‘শুচ্ছিস দশটায়,  উঠছিস সাতটায়? … ব্যাপার কী!’

মায়ের দুশ্চিন্তা… মেয়ে পাত্তাই দেয় না।

‘উঃ! আই এম টোয়েন্টি ফাইভ … ন্যাকামো ছাড়!

 এখন নাহয় লক-ডাউন! কিন্তু অফিস থাক আর নাই থাক… মাঝরাত অবধি ফোন চলে! সেই মেয়ে…হঠাৎ করে…

 তাহলে কী, এতদিনের প্রেমটা গেল …?  কল্পনার গা-হাত-পা কাঁপে। তবু ডাকে;

‘বুড়ি…’

‘কী!’

‘বলছিলাম কী!…কৌস্তভ…’

‘এমন করছ কেন! ছেড়ে দিয়েছি … ব্রোকেন আপ!’

মেয়ে তাকায়;

‘একি! কাঁদছ ?…নাথিং এভারলাস্টিং মা! এই যে করোনা-এপিডেমিক…তাও কি থাকবে?’

 মনে হত; তপনকে না পেলে মরে যাবে! কিন্তু বিয়ে হল এখানে। বিষ খেল তপন । সত্যি…সব  প্রেম  থাকে না। কল্পনা চোখ মোছে।

আরও পড়তে পারেন….

কাচারি ঘর ।। বুলবুল আহম্মেদ

অভিলাষ ।। নাজিয়া বিনতে মুস্তাফিজ

ইতালী থেকে বৃটেনবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি

রাজেশ ধর : গল্পকার, কলকাতা

About the author

নরসুন্দা ডটকম