এক’শ শব্দের গল্প
করোনাকালের গল্প।। ফয়সাল আহমেদ
ক্রিং… ক্রিং…
হ্যালো.. কে বলছেন?
-আমি তোমার বাড়িওয়ালা আন্টি।
-ও আন্টি! কেমন আছেন?
-আমার নম্বরটাও তোমার কাছে নেই! কীভাবে ভালো থাকি, আজ মাসের ১৩ তারিখ, গত মাসের ভাড়াটা এখনো দাওনি?
-আন্টি আপনিতো জানেন, করোনার কারণে সবকিছু স্থবির হয়ে আছে। কাজ-টাজ করতে পারছি না। তাছাড়া আমি গ্রামের বাড়িতে আটকা পড়ে আছি, একমাসের উপরে। ঢাকায় ফিরেই আমি…..
-এসব বললে তো চলবে না বাপু। দুইদিন সময় দিলাম, ভাড়ার টাকাটা বিকাশ করে দিও। এটাই আমার বিকাশ নম্বর,বুঝলে?না হয়..
-কিন্তু আন্টি, সরকার তো..
-ভেবেছো, সরকার ভাড়ার টাকা মাফ করে দিবে? স্বপ্নেও এসব ভেবো না। মুলার পেছনে না দৌড়ে টাকার পিছনে ঘুরো।
আরও পড়তে পারেন…
লকডাউনে প্রেম ।। রাজেশ ধর
অভিলাষ ।। নাজিয়া বিনতে মুস্তাফিজ
করোনা ডায়েরি: কেমন আছে আমার অন্য দেশের বন্ধুরা?