লকডাউন ।। গাজী মহিবুর রহমান
ষ্টেশনারী দোকানে কাজ করে বিএ পাশ মনির। বউ-বাচ্চা নিয়ে কোন রকমে দিন কেটে যায়। অসুস্থ বাবার চিকিৎসায় সব খুইয়ে এখন সম্বল বলতে পৈত্রিক ভিটায় টিনের ভাঙ্গা দু’চালা ঘর। করোনায় অনাকাঙ্খিত লকডাউনে দোকান বন্ধ। মালিকের সাফ কথা কাজ বন্ধ বেতনও বন্ধ।
কষ্টে দিন কাটালেও কখনও কারো কাছে হাত পাতেনি মনির। এরই মধ্যে শেষ হয়েছে বেতনের টাকা, ফুরিয়েছে চাল-ডাল। বউয়ের ধরিয়ে দেয়া ব্যাগ হাতে বাজারের দিকে অগ্রসরমান দিশেহারা মনির।
হাতে ব্যাগ পকেট শূন্য পেটে ভুখ এমন বাস্তবতায় ত্রাণের লাইনে দাঁড়ায়। ত্রানের ব্যাগ তুলে দেয়ার ছবি উঠানোর সময় দাতার মুখের দিকে তাকিয়ে মনির অজান্তেই বলে উঠে হায়রে লকডাউন !