এক’শ শব্দের গল্প
চাওয়া পাওয়া ।। সুজয় চক্রবর্তী
(১)
সিম্পটম দেখে ডাক্তার ওকে র্যাপিড টেস্টের জন্য বাঙুরে পাঠাল। টেস্টের রেজাল্ট পজিটিভ!
কালকেই সোহমকে ভেন্টিলেশনে দিতে হয়েছে। খুব কষ্ট পাচ্ছে ছেলেটা!
আমার আর ওর বাবাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রেখেছে। সওয়াব টেস্টের জন্য পাঠানো হয়েছে। আমরা দুজনেই মনেপ্রাণে চাইছি, আমাদেরও পজিটিভ হোক। ও ছাড়া আমাদের তো আর কেউ নেই।
(২)
যা চেয়েছিলাম তাই। আমাদের রিপোর্টও পজিটিভ। আর, কীসের চিন্তা!
(৩)
আজ স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা এসেছিলেন। বললেন, করোনাক্রান্ত হওয়া মানেই মৃত্যু নয়।অনেকেই সুস্থ হয়ে উঠছেন। বলে একটা তালিকা পড়তে শুরু করলেন। সুস্থদের তালিকায় দেখি সোহমেরও নাম আছে!
মনের ভেতরে যে কী আনন্দ হচ্ছে!
‘ঠাকুর, দয়া করো ঠাকুর। আমরা যে বাঁচতে চাই।’
খিদে ।। রমেন্দ্র নাথ ভট্টাচার্য