নরসুন্দা ডটকম ডেস্ক:
উগ্রবাদী হিন্দু সংগঠন শিবসেনার বাধার মুখে বলিউডের এক সুপরিচিত মুসলিম অভিনেতা একটি হিন্দু পৌরাণিক নাটকে অভিনয় করতে পারেন নি।
হিন্দুদের ধর্মীয় উৎসব উপলক্ষে পৌরাণিক কাহিনী ভিত্তিক এক নাটক ‘রামলীলায়’ অভিনয় করতে চেয়েছিলেন নওয়াজউদ্দীন সিদ্দিকী। কিন্তু শিবসেনার আপত্তির মুখে তাকে নাটক থেকে বাদ দেয়া হয়।
শিবসেনার কিছু সদস্য এই বলে আপত্তি করেন যে একটি হিন্দু নাটকের চরিত্রে তারা কোন মুসলমানকে দেখতে চান না।
অন্যদিকে অভিনেতা নওয়াজউদ্দীন সিদ্দিকী বলেছেন, পৌরানিক কাহিনী রামলীলায় অভিনয়ের স্বপ্ন তার একেবারে ছোটবেলা থেকে।
দশ মাথাওয়ালা রাবণের বিরুদ্ধে হিন্দু দেবতা রামের বিজয়কে অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয় হিসেবে দেখা হয়। হিন্দুদের উৎসবের সময় এই পৌরাণিক কাহিনী ভিত্তিক নাটকের মঞ্চায়ন বেশ জনপ্রিয়। অনেক গ্রামেই উৎসবের সময় এই নাটকের প্রদর্শনী হয়।
নওয়াজউদ্দীন সিদ্দিকী তার নিজের গ্রাম উত্তর প্রদেশের বুধানায় এই নাটকে অংশ নিতে চেয়েছিলেন। কিন্তু নাটক শুরু হওয়ার কয়েক মিনিট আগে এতে বাধ সাধে শিবসেনা। তারা নাটকের আয়োজকদের জানায়, এই নাটকে তারা মুসলিম অভিনেতা নওয়াজউদ্দীন সিদ্দিকীকে চায় না।
শিবসেনার একজন সদস্য মুকেশ শর্মা ভারতের টাইমস অব ইন্ডিয়া সংবাদপত্রকে জানিয়েছেন, তাদের গ্রামের গত ৫০/৬০ বছরের ইতিহাসে এই নাটকে কোন মুসলিম অভিনেতার অভিনয়ের নজির নেই। পুরোনো ঐতিহ্য রক্ষার জন্যই তারা এই ব্যবস্থা নিয়েছেন।
তবে নওয়াজউদ্দীন সিদ্দিকী বলেছেন, তিনি আশাবাদী যে সামনের বছর এই নাটকে অভিনয়ের সুযোগ পাবেন।
নোট: লেখা ও ছবি বিবিসি বাংলা থেকে নেয়া।