ফিচার

কলঙ্ক থেকে মুক্তি

নরসুন্দা ডটকম   October 27, 2016

নরসুন্দা ডটকম ডেস্ক:

মৃত্যুর অনেক বছর পর, বিশ্বের অন্যতম প্রধান আলোচিত রোগী, গেটান ডুগাসকে অবশেষে কলঙ্ক মুক্ত করেছে বিজ্ঞান।

বিবিসি জানায়, প্যাশেন্ট জিরো নামে পরিচিত সাবেক এই সমকামী বিমান কর্মী প্রথম আমেরিকায় এইডস ভাইরাস ছড়িয়ে ছিলেন বলে অপবাদ দেয়া হয়েছিল। তবে বিজ্ঞানীরা বলছেন, একই সময় আমেরিকায় আরো কয়েক হাজার মানুষ এইচআইভি ভাইরাসে আক্রান্ত ছিলেন।

দি জার্নাল নেচার এ প্রকাশিত এক গবেষণায় দেখা যাচ্ছে ১৯৭০ এর দশকে যে কয়েক হাজার মানুষ এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি ছিলেন তাদের মধ্যে একজন।

প্রতিবেদনে আরো দেখা গেছে সেই সময় নিউইয়র্ক ছিল ই ভাইরাসের ছড়ানোর অন্যতম একটি স্থান। ১৯৮১ সালে প্রথম এইডস কে শনাক্ত করা হয় যখন সমকামীদের মধ্যে অস্বাভাবিক কিছু নমুনা ধরা পরে।

মি. ডুগাস ১৯৮৪ সালে মারা যান কিন্তু ইতিহাসে তাঁর নাম ‘প্যাশেন্ট জিরো’ নামে আখ্যায়িত করা হয়।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment