।। নরসুন্দা ডটকম ।।
আজ (২১ এপ্রিল) সামাজিক সাংস্কৃতিক সংগঠন উন্নয়নধারা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বাংলা নববর্ষ-১৪২৪ উপলক্ষ্যে বৈশাখী উৎসবের আয়োজন করে।
রাজধানীর কল্যানপুর বস্তির বেলতলা মাঠে সকাল ১০ টায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। বৈশাখীউৎসবের শুভ উদ্বোধন করেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আইএর নির্বাহী প্রযোজক জনাব শান্ত মাহমুদ।
উন্নয়নধারার নির্বাহী চেয়ারম্যান সোহেল আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপি অনুষ্ঠানের প্রথমপর্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বস্তিউন্নয়ন কমিটির সভাপতি শাহ আলম, সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ব্রাইটষ্টারের প্রধানশিক্ষক মনির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন চ্যানেল আইএর নির্বাহী প্রযোজক জনাব শান্ত মাহমুদ। পাশে সোহেল আহমেদ খান
প্রতিযোগিতা শেষে অংশগ্রহনকারী শিশুদের মধ্যে দশজনকে পুরস্কৃত করাহয়। এছাড়াও অংশগ্রহনকারীদের প্রত্যেককে দুটিখাতা ও একটিকরে কলম উপহার দেয়া হয় । উল্লেখ্য, প্রতিযোগিতায় কল্যানপুর বস্তিরপ্রায় ১৫০ জন শিশু অংশগ্রহণ করে।