টেনিসের ‘সুপারউওম্যান’ জানিয়ে দিলেন তিনি মা হতে চলেছেন।
গত কয়েক দিন ধরেই সেরিনা উইলিয়ামসকে নিয়ে জোর জল্পনা চলছিল, যে তিনি অন্তঃসত্ত্বা। যে জল্পনার অবসান বৃহস্পতিবার ঘটালেন টেনিস কিংবদন্তি। তাঁর মুখপাত্র জানিয়ে দিয়েছেন, অন্তঃসত্ত্বা হওয়ার কারণে এ বছরে কোর্টে নামবেন না সেরিনা।
এই খবর ছড়িয়ে পড়া মাত্র আরও একটা অভাবনীয় তথ্য উঠে এসেছে। যা বদলে দিচ্ছে ‘সুপার সেরিনা’ সম্পর্কে চলতি ধারণাটাও। সেরিনা যা করেছেন তা তো আর কোনও বিশেষণে বোঝানো সম্ভব নয়! অন্তঃসত্ত্বা অবস্থায় খেলতে নেমে অস্ট্রেলীয় ওপেন জিতেছিলেন সেরিনা উইলিয়ামস।
শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্কোস ক্লনিজাকিস বলেছেন, ‘‘এই সময়ে অনেক মহিলাই বলে থাকেন, তাঁরা ঠিক মতো শ্বাস নিতে পারছেন না। হৃদযন্ত্রের গতিও বেড়ে যায় ওই সময়।’’
জানা যাচ্ছে, টেনিস কিংবদন্তি যখন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন, তিনি আট সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। যে সময় খেলা, ট্রেনিং করা, এ সব ভাবাই যায় না।
কিন্তু গ্র্যান্ড স্ল্যামের মতো কঠিন টুর্নামেন্টে, যেখানে দু’সপ্তাহ ধরে লড়তে হয়, সেখানে চ্যাম্পিয়ন হওয়া? এ বোধহয় শুধু সেরিনা উইলিয়ামসের পক্ষেই সম্ভব!