শিল্প- সংস্কৃতি

ছায়ানটে রামকানাই দাশের ৮২তম জন্মজয়ন্তি

নরসুন্দা ডটকম   May 5, 2017
পণ্ডিত রামকানাই দাশ

বাংলাদেশের প্রখ্যাত লোকসংগীতশিল্পী ও সংগ্রাহক পণ্ডিত রামকানাই দাশের ৮২তম জন্ম জয়ন্তি পালিত হবে ৬ মে।

তিনি ১৯৬৭ সাল থেকে সিলেট বেতারে নিয়মিত সংগীত শিল্পী হিসেবে গান পরিবেশন করেন।

তাঁর কাজের স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে একুশে পদক লাভ করেন।

মহান এই সংগীত সাধকের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘পণ্ডিত রামকানাই দাশ স্মৃতি পরিষদ’ ৬ মে শনিবার ছায়ানটের মিলনায়তনে দিনব্যাপী রামকানাইগীতি প্রশিক্ষণ, সনদপত্র বিতরণ, আলোচনা সভা ও কর্মশালায় অংশ নেয়া বাছাইকৃত শিল্পীদের কণ্ঠে রামকানাইগীতি পরিবেশনের আয়োজন করেছে।

এদিন  সকাল সাড়ে নয়টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত দিনব্যাপী রামকানাই  দাশ রচিত ও সুরারোপিত সংগীতের  প্রশিক্ষণ কমর্শালা অনুষ্ঠিত হবে। কমর্শালা উদ্বোধন  করবেন বিশিষ্ট  সংগীত  গবেষক ড.করুনাময় গোস্বামী।  কর্মশালায় অংশগ্রহনকারীদের সনদপত্র প্রদান করা হবে।

বিকাল সাড়ে পাঁচটায়  ছায়ানট  মিলনায়তনে  আলোচনা সভা,  সনদপত্র  বিতরণ এবং পন্ডিত রামকানাই দাশ রচিত ও সুরারোপিত সংগীতানুষ্ঠানের আয়োজন করা  হয়েছে। সেখানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবীণ সাংবাদিক কামাল লোহানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করবেন ড. তপন বাগচী ও  ড. নিমাই মন্ডল।ছবি: সংগ্রহ।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment