অাজ ( ৫ মে) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত বাংলানাট্য উৎসবে কিশোরগঞ্জের রং জারী পরিবেশন করে মানবাধিকার জারী পরিষদ, কিশোরগঞ্জ শাখা।
জেলার বিশিষ্ট নাট্য সংগঠক হারুন-আল-রশীদের নেতৃত্বে দলটি জারী পরিবেশন করে।
তিনি জানান, অাজ আমাদের কিশোরগঞ্জের মানবাধিকার জারী পরিষদ জারি পরিবেশন করেছে, কাল শনিবার আরো তিনটি দল তাদের পরিবেশনা উপস্থাপন করবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৫ ও ৬ মে দুই দিনব্যাপি এ বাংলানাট্য উৎসবে দেশের ৭টি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করছে।