দেশ-বিদেশ

নগ্ন নারীর এই স্কেচটি আসলে কার আঁকা? জানতে হলে পড়ে নিন

নরসুন্দা ডটকম   September 30, 2017

এই ছবিটি নিয়েই চলছে সর্বত্র আলাপ- আলোচনা। ছবিটি আসলে কার হাতে আঁকা? একেকজন একেক মত দিয়েছেন। আসুন জেনে নেই তাহলে-

কাঠকয়লায় আঁকা এক নারীর যে নগ্ন ছবিটি প্রায় দেড়শো বছর ধরে এক শিল্প সংগ্রহশালায় পড়ে ছিল সেটি দ্য ভিঞ্চির আঁকা মোনালিসার স্কেচ বলে মনে করছে ফরাসী শিল্প বিশেষজ্ঞরা।

নগ্ন নারীর এই স্কেচটি ‘মোনা ভান্না’ নামে পরিচিত। এটি আগে কেবল লিওনার্দো দ্য ভিঞ্চির স্টুডিওর কাজ বলে বর্ণনা করা হতো।

কিন্তু শিল্প বোদ্ধারা এখন বলছেন, এমন অনেক ক্লু তারা পেয়েছেন যা দেখে মনে হচ্ছে এটিও লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা।

প্যারিসের ল্যুভর মিউজিয়ামের কিউরেটর বলছেন, পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মনে হচ্ছে এটি অংশত লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা।

১৮৬২ সাল থেকে এই স্কেচটি একটি শিল্প সংগ্রহশালায় পড়ে ছিল।

লিওনার্দো দ্য ভিঞ্চি ইটালির রেঁনেসা যুগের সবচেয়ে খ্যাতিমান শিল্পীদের একজন। তার আঁকা তৈলচিত্র ‘মোনালিসা’ বিশ্বের সবচেয়ে সুপরিচিত শিল্পকর্মগুলির একটি।

মিউজিয়ামের কিউরেটর ম্যাথিউ ডেলডিক বলেছেন, কয়লায় আঁকা স্কেচটিতে এমন কিছু আছে, যা সত্যিই বৈশিষ্ট্যমন্ডিত।

“এটা প্রায় নিশ্চিত যে মোনালিসার তৈলচিত্র আঁকার প্রস্তুতি হিসেবে এই স্কেচটি আঁকা হয়েছে।

ল্যুভর মিউজিয়ামের আরেক বিশেষজ্ঞ ব্রুনো মটিন বলছেন, এটি যে লিওনার্দো দ্য ভিঞ্চি বেঁচে থাকাকালেই আঁকা হয়েছে সেটি তারা পরীক্ষ করে নিশ্চিত হয়েছেন।

সূত্র: বিবিসি বাংলা।

About the author

নরসুন্দা ডটকম