খেলাধুলা

সেঞ্চুরি করলেন মুশফিকুর রহীম : এটি তার ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি

নরসুন্দা ডটকম   October 15, 2017

অবশেষে বহু কাঙ্খিত আরো একটি শতক হাঁকালেন মুশফিকুর রহীম  ।

টেস্ট সিরিজে বাজেভাবে হারার কারণে সময়টা আসলে খারাপই যাচ্ছিল টাইগার টেস্ট অধিনায়কের। তবে সেই খারাপ সময়ে থেকে বেরিয়ে এসে সকল সমালোচোনার জবাবে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই করে বসলেন রাজকীয় এক সেঞ্চুরি।

সেঞ্চুরি করতে তিনি খরচ করেছেন ১০৮টি বল। এটি মুশফিকের ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। দুই ছক্কা ও ১০ বাউন্ডারির মাধ্যমে এই অসাধারণ ইনিংসটি খেলেন মুশফিকুর রহীম

আজকের খেলায় মাঠে নেমে আশা দেখাচ্ছিলেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।

কিন্তু ৫৯ রানের জুটি গড়ে ফিরে গেলেন সাকিব।

ইমরান তাহিরের লেগ স্পিনে স্লিপে হাশিম আমলার কাছে ক্যাচ দিয়ে ফিরেছেন সাকিব।

এরপর দায়িত্ব বুঝে নিয়েছেন মুশফিক। দারুণ সব শটে পেরিয়েছেন ফিফটি। হাফ সেঞ্চুরি করতে মুশফিক খরচ করেছেন ৫২টি বল। ৬টি বাউন্ডারি এবং একটি ছক্কার মারও ছিল তার এই অসাধারণ ইনিংসটিতে। স্ট্রাইক রেট ৯৪.৬৪।

About the author

নরসুন্দা ডটকম