কবিতা সাহিত্য

কবি মৌসুমী সুমী এর কবিতার পাতায়ঃ ‘ফিরে এসো তুমি’

Md. Sohel Ahmed Khan   March 22, 2018

সাহিত্য ডেস্কঃ

‘ফিরে এসো তুমি’

-মৌসুমী সুমী

ফিরে এসো তুমি
নীল টিপ হয়ে,
আবার,আমার ললাট জুড়ে ;;

ফিরে এসো তুমি
নকসীকাঁথা হয়ে,
আমার অস্তিত্ব সপিবো তোমার বুকে,
ভালোবাসার বাঁধনে বেধেঁ
জড়াবো তোমায় সুখে;;;

ফিরে এসো তুমি,আবার,,
হুমায়নের, হিমু কিংবা মিছির আলী হয়ে,
ফিরে এসো,,

ফিরে এসো তুমি,
আমার মনের মানুষ হয়ে,,
ফিরে এসো,চিরচেনা
আমার দেয়া প্রিয় নামে,,
সুবর্ণ, অপূর্ব, বা সুনীল হয়ে;;;;

ফিরে এসো তুমি
আমার ভালোবাসার রংনিয়ে
নীলাম্বরী নয়তো হিমুর হলদে পান্জাবীর রং হয়ে,,,

ফিরে এসো তুমি
ঢাকাই জামদানী কিংবা ছাপার শাড়ী হয়ে,,
আমার পুরোনো আলমারিতে শোভা পাবে তুমি,,
অথবা,ছাপার শাড়ী,
হইয়ো আমার বদনে,,,

ফিরে এসো তুমি
আমার ছোট্ট নীড়ে, ,
প্রখর রোদ্রে,
এক পসলা ঝমঝমে বৃষ্টি, বা
দখিনা বাতাস হয়ে,,;;

ফিরে এসো তুমি
আমার আগের সুজন মাঝি হয়ে,,,
তোমার বাদাম তোলা নায়ে,;;
পাল উড়িয়ে;;;
যাবো তেপান্তরে;;;;;

About the author

Md. Sohel Ahmed Khan