কবিতা সাহিত্য

নাট্যকর্মী সোহেল আহমেদ খান এর কবিতার ডায়েরি থেকেঃ ‘জল দাও’

Md. Sohel Ahmed Khan   April 10, 2018

সাহিত্য ডেস্কঃ

‘জল দাও’

-সোহেল খান

চৈত্রের কাটফাটা রোদ
ফেটে চৌচির ফসলের মাঠ ।
খোলা মাঠে সবুজের হাহাকার
জল দাও…, জল দাও…।
নিমিষেই হলুদের আধিপত্যে
সবুজ হারিয়ে যেতে চায় যেন।
কখন নামবে বৃষ্টি উত্তপ্ত মরুতে
শীতল করতে এই ধরণীকে?
শীতল জলে স্নান করে করে
হলুদ হয়ে যাবে সবুজ আবার।
সুর্যের প্রখরতাও হার মানবে যেন
এই সবুজের সমারোহে-
ওগো মেঘবতী কন্যা
তৃষ্ণায় বুক ফেটে যায়, জল দাও…
চৈত্রের রোদে পোড়া হৃদয়ের চিৎকার
তোমার কানে কি পৌঁছেনি এখনও!!
দেরি কেন! বৃষ্টি হয়ে নেমে এসো তবে
এই উষর মরুতে- জল দাও..
শীতল করো এই বুকের জমিন।
মৃত্যুপ্রায় হলুদ এই খোলা প্রান্তর
এসো সবুজ শস্যে ভরে তুলি আজ।

About the author

Md. Sohel Ahmed Khan