শিল্প- সংস্কৃতি

সেরা জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা এলেন বাংলা নববর্ষের আড্ডায়

নরসুন্দা ডটকম   April 10, 2018
সেরা জুটি প্রসেনজিত্-ঋতুপর্ণা এলেন

বৈশাখ, কৈশোর, প্রেম, বন্ধুতা প্রসেনজিৎ আর ঋতুপর্ণা সেনগুপ্ত। ইন্ডাস্ট্রির সেরা জুটি কাছাকাছি এলেন নববর্ষের আড্ডায়।” সে সময় নববর্ষ মানে ছবির মহরত। এ ফ্লোরে আমার আর ঋতুপর্ণার  ছবি তো ও ফ্লোরে তাপসের ছবি। সানাইয়ের সুর। হই হই।”

পাশ থেকে বলে উঠলেন ঋতুপর্ণা, ” তখন বুক মাই শো ছিল না। টিকিট ব্ল্যাক হতো। কি উত্তেজনা!” সামনে একরাশ বাঙালি খাবার। অথচ দুজনেই নোনতা ফ্রেশ লাইমে গলা ভেজাচ্ছেন।

নতুন বছরে কী বললেন দুজন দুজনকে। ” ঋতু প্রচুর কাজ করছে। একটু কাজ যদি কমায়।” পাশ থেকে মজা করে বলেন ঋতু ” উফফ! যদি নিজের খেয়াল রাখে, একটু খায়”। প্রসেনজিৎ বলেন, “ওমনি খাওয়া নিয়ে বলা। আমি নিজের যত্ন খুব করি বলতে হবে না”। খুঁনসুটি শুরু হয়। বহু দিনের চেনা মানুষের বন্ধুতার মিঠে ঝগড়া।

About the author

নরসুন্দা ডটকম