সাহিত্য ডেস্কঃ
“প্রজন্ম”
মনিকা রায়
পশ্চিমবঙ্গ, ভারত
…
স্বার্থ নিঃস্বার্থতার মাঝে আর কিছু নেই,
ভেবে দেখ,
আছে শুধু আজন্ম লালিত অভ্যাস.
যাকে স্ফুরিত করে,
বৃহ্ৎ বিন্যাস দেয় পিতামাতা স্বয়ং..
আরো বড়ো হতে হবে
ছাড়িয়ে যেতে হবে আপন গন্ডি,
দূরে, বহুদূরে যেতে হবে
উজ্জলতার প্রয়োজনে.
অসাধ্য সাধনে
নিজেকে নিঃশেষ করে প্রজন্ম,
মায়ের অঞ্চলে মুখ ঢাকারও
অবকাশ, আশ্বাস মেলে না.
ডুকরে কাঁদে প্রজন্ম
মাঝে শুধু এখন আর তখন…
কান্না কিন্তু অবিশ্রান্ত…
প্রবাসে থাকে.. পরিবার উজ্জ্বল,
দেশে পরে থাকে প্রাণ…
সমাজ সংসার, আভিজাত্য মা বাবা
পরিবার পরিজন হা হুতাশে… কেন ?
প্রশ্ন এখানেই..
বড়ো হতে হবে আরো বড়ো
আজ এত তাই দূরত্ব ….
উচ্চতা এ বসে সফল প্রজন্ম…
কেঁদে মরে এপার ওপার.