কবিতা সাহিত্য

কবি নীলা হোসেন এর কবিতার পাতায়ঃ “শিক্ষা”

Md. Sohel Ahmed Khan   এপ্রিল ১৮, ২০১৮

সাহিত্য ডেস্কঃ

“শিক্ষা”

-নীলা হোসেন

 

শিক্ষিত জনে
অন্ধ প্রাণে
জ্বালায় মনোবাতি,
তুমি আমি সে শিক্ষিত যবে
উন্নীত শিখরে উপনীত সে জাতি।
প্রকৃত শিক্ষার সূত্র জানো
মানবতার বাক্য কর্ণে শোনো।।
শিক্ষার মানে যদি এই হয়
ছাত্র জীবনে টাকা চিনায়
কর্ম জীবনে সুদ আসলে আদায়।
সুদ ঘুষ সাদরে অভ্যর্থনা জানায়।।
বিশ্বস্ত শিক্ষার ভুল তরে সাজায়
দেখানো শিক্ষা সমাজের অবক্ষয়,
না, না, না শিক্ষার এই মন্ত্র নয়
বিকৃত দেহে জ্ঞানের প্রদীপ জ্বালায়।
আজ থেকে মানবতা সততার গান গায়।।

About the author

Md. Sohel Ahmed Khan