সোনার হরিণ

বাংলাদেশ ব্যাংকের অফিসার পদে নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিবর্তন

নরসুন্দা ডটকম   April 26, 2018
বাংলাদেশ ব্যাংকের অফিসার পদে
আগামীকাল শুক্রবার অনুষ্ঠিতব্য বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) পদে নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিতব্য বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) পদে নিয়োগ পরীক্ষার শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয় (রোল ২০২৪১৯-২০৬০১৯) কেন্দ্রের পরিবর্তে আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়, আগারগাঁও (রোল ২০২৪১৯-২০৩৯৮৮);

লায়নস অগ্রগতি শিক্ষা নিকেতন, আগারগাঁও (রোল ২০৩৯৯০-২০৪৯৮৫) এবং হালিম ফাউন্ডেশন মডেল হাইস্কুল, আগারগাঁও (রোল ২০৪৯৮৭-২০৬০১৯) কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট দেখতে বলা হয়েছে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদ এ বছর বাংলাদেশ ব্যাংকের এমসিকিউ পরীক্ষা-২০১৮ সমন্বয়ের দায়িত্ব পালন করছে।

About the author

নরসুন্দা ডটকম