সাহিত্য ডেস্কঃ
উদাসী হাওয়ায়
-শামীম ফাতেমা মুন্নী
মাঝে মাঝে জীবন থমকে দাঁড়ায়
যেন রাজ্যের ক্লান্তিবোধ ঘিরে ধরে,
অবুঝ মনের হাতছানিতে উতলা স্মৃতি উথলে ওঠে!
সবুজ ঘাসের বুক ছেয়ে যায় লাল কৃষ্ণচূড়ায়,
দখিনা বাতাসে ফিসফিস শব্দে ভালোবাসা হারায়!
দেখেছি অনেক পৃথিবীর নিষ্ঠুরতা,তার স্বার্থপরতা,
যে বুঝেও বোঝেনা,তাকে বোঝানো যায়না কখনো,
ঝাপসা কষ্টবোধ বিঁধে থাকে রুদ্ধগলায়,
মন খারাপের বেলা-অবেলায় অশ্রুত বিষাদের ছোঁয়ায়!
শামুকের খোলসে মুক্তোর নির্যাস ধারণের যে সুখ,
সে সুখের অনন্য অনুভব বুকে ধারণ করে
নিজেকে গুটিয়ে নিই শামুকের মতো করেই
স্বার্থপর পৃথিবী থেকে ফিরে চলি সমস্ত খেদ চাপা দিয়ে,
আমার একান্ত আপন ভুবনে ডুবে যাই
উদাসী মায়াঝরা পথে হেঁটে চলি
সরলতার ছায়াসঙ্গী হয়ে…….।
কেউ মনে রাখেনা, কারো মনে নেই!!
কেউ কথা রাখেনি তো!!!