সাহিত্য ডেস্কঃ
‘এসেছি, আসতে হলো’
-মৌসুমী সুমী
আবার এলাম ফিরে
তোমার ভালোবাসার ছোট্ট নীড়ে,
কতদূরই বা যেতে পারি আমি???
তোমার ছায়া ছাড়িয়ে,,,
যেতে চেয়েছিলাম দূরে বহূদূরে
এই ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে
চেয়েছিলেম তোমাদের থেকে দূরে থাকতে
কিন্তু পারলাম না,
সেখানে তুমিহীনা অদ্ভুদ দমবন্ধকরা বাতাস
অস্হির করে তুললো আমাকে,,
এসেছি, আসতে হলো,,
আমি আর কতো দূরে যেতে পারি???
অন্ধকারের বোরাকে চেপে হাড়াতে চেয়েও
আমি এসেছি ফিরে,,
শেষমেশ তোমারই কাছেই,,
সমর্পিত হলাম আবার,
ফিরে এলাম,,,আসতে হলো,,
আমি আর কতো দূরে যেতে পারি???
বিসৃত নীলে যতই উড়ুক ঘুড়ি
নিজেকে ভুলে,,
তবুও আবার আসতেই হবে
নীলকে ফেলে,,
নাটাইয়ের কাছেই শেষকালে,,
আমি আর কতো দূরে যেতে পারি??
নিরুদ্দেশ হবো ভেবে যে পথেই পা বাড়াই,
নীড়হারা পাখির মতো,
ঘুরেফিরে আসি তোমাতেই,,
তাইতো,,এসেছি,,
আসতে হলো,,,
আমি আর কতো দূরে যেতে পারি???
হে হিতৈষী,,আমার মহাবিশ্ব,,, তুমিময়
শুধুই তুমিময়,,,,