সাহিত্য ডেস্কঃ
“রাত শেষ হলেই”
-সোহেল খান
ঘুমাতে পারিনা রাতে কিংবা দিনে
কোন এক বৃষ্টিস্নাত ভোরে দু’চোখ
থেকে চলে গেছে অনেক অভিমানে,
দিন রাত এখন একই রকম মনে হয়
শরীরে কোন ক্লান্তি নেই ছুটে চলছি
অবিরাম এই সবুজ পৃথিবীর পথ ধরে।
এই মধ্য রাতে প্রতিদিন বুকের ক্ষতস্থান
বেয়ে রক্তের বদলে কবিতা ঝরে এখন!
তুমি কি এখন বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টিতে
হাত ভিজিয়ে চোখে মুখে বুলিয়ে দাও?
তোমার দু’চোখে এখন রাজ্যের যত ঘুম
সুখী নীড়ে কর বসবাস সে আমি জানি।
আর আমি হয়েছি এখন রাত জাগা পাখি,
তাই রাত জেগে জেগেই লিখি।
কষ্টের গর্ভ থেকে এক একটি কবিতা
প্রসবের ক্ষণ গণনা করি।
তোমরা আমায় ঘুমিয়ে যেতে বল?
কেন, কেন রাত্রিকে শেষ হয়ে যেতে
বলছ না?
রাত্রি শেষ হলেই
ঘুমের প্রয়োজন যাবে ফুরিয়ে।
রাত্রি শেষে দিনের অপেক্ষায়
আজো আমি দাঁড়িয়ে।
.