সাহিত্য ডেস্কঃ
“যদি পারো ফিরে আসো”
-ফাতেমা খাতুন রুনা
কত কথা জমে আছে এ হৃদয়ে—
বলবো কোন এক আনন্দ ঘন সময়ে।
সেই লগ্ন কি আসবে কখনো?
দুই নয়ন খুঁজে যায় নিরবে তোমায় এখনো—
স্বপ্নের জাল গেলাম বুনে—–
ব্যথায় কাতর, কত জ্বালা সয় অবুঝ মনে,,,
সেদিনের অপেক্ষায় প্রহর গুনছি,
নীরবে নীরবে কত ডাকের শব্দ শুনেছি,
তবুও ফিরে তাকাবার সময় তো নেই।
দেখা হয়ে যাবে স্বপ্নের জাল ছিঁড়ে বেরুবো যেই-
সেই দিন হবো আমি চিরো সুখি,
আজ না হয় রইলাম তোমায় দেখার আশে দুখি
চিরো অমর হোক আমাতে তোমাতে প্রেম—
এহৃদয় টা হৃদয়ের দামেই তোমায় দিলেম—
ফিরাবোনা তোমায় আমি আমার হৃদয়ের দ্বার হতে
ভেঙে দিওনা মধুর স্বপন কোন মতে।
কোন দাবী নেই আজ আর
প্রশ্নও করব না এখন তুমি কার
একটা কথাই শুধু বলবো
পারো যদি ফিরে এসো
ভালোবাসার ঝড় তুলে—
তুমি তো আমার বাগানে ফোটা সুগন্ধি ফুল
তোমাকে চিনতে আমি করিনিকো ভুল।
শোন প্রিয়তমা, চেয়ে দেখো পেছনে ফিরে,
তোমার ভালবাসা এসেছে তোমারই নীরে।
তুমি যদি হতে আমার নীশিত রজনি
কলম কালি দিয়ে জয় করিতে পারিতাম এই বিশ্ব ধরনী।