সুপার ফোরের ম্যাচটি যেন অঘোষিত এক সেমি ফাইনাল হয়ে উঠেছিল, যেখানে ৩৭ রানে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ।
এ নিয়ে তৃতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
শুক্রবার ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
৯৯ রানে আউট হওয়া মুশফিকুর রহিম প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন।
মুশফিক আর ৪৩ রান খরচ করে চারটি উইকেট নেয়া মুস্তাফিজই দলকে এশিয়া কাপের ফাইনালে তুলে এসেছেন বলে মন্তব্য করেছে ইসএসপিএন ক্রিকইনফো।
বলা হচ্ছে, ওয়ানডেতে এটাই মুস্তাফিজের সেরা স্কোর।
এর আগে আবুধাবিতে সুপার ফোরের এই ম্যাচে শুরুতে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২৩৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
জবাবে ৫০ ওভার খেলে ৯ উইকেটে ২০২ রান করে পাকিস্তান। ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের টানা চতুর্থ জয়।
এদিকে, বাংলাদেশের দুই নির্ভরযোগ্য খেলোয়াড় তামিম এবং সাকিব না থাকায় বাংলাদেশ নিজেদের পূর্ণ শক্তি ছাড়াই খেলতে নামে।
তারপরেও ১৮ রানে পাকিস্তানের তিনটি উইকেট শিকার করে শুরুতেই তাদের চাপের মধ্যে ফেলে দেয় বাংলাদেশ।
পুরো ম্যাচেই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এ বাংলাদেশ দারুণ করেছে বলে প্রশংসা করছে ক্রিকইনফো।