সাহিত্য

ঘাসফুল প্রকাশন এর শো রুম উদ্বোধন

Md. Sohel Ahmed Khan   October 13, 2018

সাহিত্য ডেস্কঃ

স্বনামধন্য প্রকাশনা সংস্থা ঘাসফুল প্রকাশন এর নতুন শো রুম উদ্বোধন হলো পুরান ঢাকার লক্ষ্মীবাজারে। ১২ অক্টোবর সন্ধ্যায় কবি ফিরোজ আহাম্মেদ ফিতা কেটে শো রুমের উদ্বোধন করেন।

প্রকাশক মাহাদী আনাম এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কবি কবির কল্লোল, উন্নয়ন ধারার নির্বাহী চেয়ারম্যান কবি সোহেল খান।

শো রুমের উদ্বোধন উপলক্ষ্যে লক্ষ্মীবাজারের ঘাসফুল প্রকাশনী কবি, সাহিত্যিকদের মিলন মেলায় পরিনত হয়। কবিতা পাঠ ও সাহিত্য বিষয়ক আলোচনায় মুখর হয়ে ওঠে ঘাসফুল প্রকাশন এর শো রুম।

এ সময় অন্যান্য কবি, সাহিত্যিকদের  মধ্যে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক বুলবুল মাসুদ, কথা সাহিত্যিক পিপড়া শওকত, কবি সালমান হাবীব প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কবি সাঈদ আহমেদ।

About the author

Md. Sohel Ahmed Khan