| অনলাইন ম্যাগাজিন
অনেক দিন ধরে ভাবছি বলবো
কিন্তু বলা হয়ে উঠছে না,
না না ভালবাসি এই কথাটি বলবো না
জানো, খুব তুচ্ছ লাগে এই কথাটি এখন,
বরং আমার বলতে ইচ্ছা করে
তুমি ভাবছো, আমি পাগল হয়ে গেলাম নাকি,
না না আমি পাগল হই নি,
আমি জাস্ট বলছি চলো দেখা করি,
যেমন করে কলেজ কিংবা স্কুল
পালিয়ে দেখা করতাম,
কাশ বনের মাঠে কিংবা রাস্তায়
পাশে ফুচকার দোকানে,
আবার না হয় একটি দিনের জন্য
বের হই কাশ বনের মাঠে কিংবা
ফুচকার দোকানে।
না না তোমাকে বলছি না
ব্যালকুনিতে এসে দাঁড়াতে,
তোমাকে বলছি
চলো চা খেয়ে আসি মধ্য রজনীতে।
বড্ড প্রেম করতে ইচ্ছে করে
না না অন্য কারো সাথে না
তোমারেই সাথে।
জানো তো প্রেম নাকি আয়ু বাড়ে
তাই তো প্রেম করে সবাই
আদম এর সাথে হাওয়া
দিন এর সাথে রাত্রি।
সমাজের রীতিতে বিয়েতে আবদ্ধ
হয়েছি বলে কি সব শেষ,
না আমার কিন্তুু শেষ হয় নি,
প্রেম করতে ইচ্ছে করে,
ঘুরে বেড়াতে ইচ্ছে করে,
লুকিয়ে লুকিয়ে দেখা কিংবা কথা
রিকশায় হুড চেপে হাত ধরতে,
কিংবা তুমি আসবে বলে অপেক্ষা করতে ইচ্ছে করে,
ইচ্ছে করে শুনতে সরি সরি বড্ড দেরি হয়ে গেল,
আর হবে না এমনটা।
চলো আবার প্রেমে পরি দু’জন দু’জনার।।