ওয়েস্ট ইন্ডিজের মত প্রতিষ্ঠিত শক্তির বিপক্ষে তিন ফরম্যাটে প্রথম সিরিজ বিজয়ের উৎসবে মেতে উঠতে পারবেন টাইগাররা?এই প্রশ্নকে সামনে রেখেই আজ (শনিবার) ক্যারিবীয়দের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। আহামরি কোন কঠিন কাজ নয় এটি। এই মিশন সফল করতে চাই আর একটি মাত্র জয়।
আজ রাতে ক্যারিবীয়দের হারাতে পারলেই ব্যাস, ২-০’তে টেস্ট আর ২-১’এ ওয়ানডের পর ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজও জয় হবে সাকিবদের।
তারা কি তা পারবেন তা করতে? সাফল্যের রঙ্গিন মোড়কে রাঙ্গিয়ে দেয়া যাবে কি ২০১৮ সালের শেষটাকেও?
বছর শুরু হয়েছিল শেরে বাংলায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ৮ উইকেটের দারুণ এক জয় দিয়ে। সেটা ছিল দেশের মাটিতে তিন জাতি আসর। বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল ৯৩ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেললেও বল ও ব্যাট হাতে দারুণ পারফরমেন্সে ম্যাচ সেরার পুরস্কার উঠেছিল সাকিব আল হাসানের হাতে। ৪৩ রানে তিন উইকেট ও ৪৬ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছিলেন সাকিব। ১৫ জানুয়ারি প্রথম ম্যাচটি অনায়াসে জেতার মাত্র ৭২ ঘন্টা পর আবারো সাকিব ‘ম্যাজিক’। ব্যাট ও বলে সমানভাবে জ্বলে উঠে শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড ১৬৩ রানের বিরাট জয়ের রূপকার হন সাকিব। তিন নম্বরে খেলতে নেমে ৬৩ বলে ৬৭ আর ৪৭ রানে ৩ উইকেট দখল করে লঙ্কা বধের নায়ক বনে যান বিশ্বসেরা অলরাউন্ডার।
আজ ২২ ডিসেম্বর বছরের শেষ ক্ষণে শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলতে নামবে টিম বাংলাদেশ। যদিও ফরম্যাট ভিন্ন; টি-টোয়েন্টি ম্যাচ। তারপরও টেস্ট, ওয়ানডে আর এই ফরম্যাটে ২০১৮ সালে এটাই শেষ ম্যাচ বাংলাদেশের।
বছরের শুরুতে ঘরের মাঠে তিন জাতি ওয়ানডে আসরে শিরোা জেতা সম্ভব না হলেও শুরু হয়েছিল উদ্ভাসিত জয় দিয়ে। আজ শেষ ম্যাচ জিতলে ‘ট্রিপল ক্রাউন’ অর্জনে হয়ত সে না পারার দুঃখ ঘুচবে। অতৃপ্তির বদলে এক বড় অর্জন প্রাপ্তি যোগ হবে। যা দেশের ক্রিকেট ইতিহাসকেই করবে সমৃদ্ধ।