সাহিত্য ডেস্কঃ
অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এ ঘাসফুল প্রকাশন থেকে প্রকাশ হয়েছে এ প্রজন্মের কবি ফাতেমা খাতুন রুনার কাব্যগ্রন্থ মৃত্যুর সাথে বসবাস। যার প্রচ্ছদ করেছেন রানা হাসান।
পাহাড় আর ঝরণার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের গৌরাঙ্গপাড়ায় ১৯৮৫ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহন করেন কবি ফাতেমা খাতুন রুনা। শিশুকাল থেকেই লেখার প্রতি তার ঝোক ছিলো। স্বামী সাংবাদিক আল ফারুক খান একজন অনুপ্রেরণায় এখন পর্যন্ত তার কলম সৃষ্টি করে চলেছে এক একটি কবিতা। কবিতা ও নারী শব্দদুটি অভিন্ন। তাই কবিতা বললেই আমরা কবির সৃষ্টি কে বুঝি। যদিও কবিদের কোন দল নেই, তারা নয় পুরুষ অথবা নারী। প্রচলিত আছে নারী থেকে কবিতার উৎপত্তি। জন্ম কোমলতা থেকেই কবিতা লিখে চলেছে ফাতেমা খাতুন রুনা। তার কবিতায় পাওয়া যায় প্রেম, দ্রোহ ও সৃষ্টি।
সাংবাদিক আল ফারুক খান এবং কবি ফাতেমা খাতুন রুনা দম্পতির ঘরে ফারিয়া আজমেরি এবং ফাবিহা আজমেরি নামক দুজন কন্যা সন্তান রয়েছে।