কানাডার গ্লোবাল টি-২০ লিগের দ্বিতীয় সংস্করণে খেলবেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান । বর্তমান টি-২০ দ্বিতীয় বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে নিয়েছে ব্রামটন ওলভস। প্লেয়ার ড্রাফট থেকে সাকিবকে পেয়ে এক দানই মেরেছে ব্রামটন ওলভস। ইংল্যান্ড বিশ্বকাপের পর কয়েক দিন বিরতি দিয়ে শুরু হবে গ্লোবাল টি-২০ টুর্নামেন্ট। আগামী ২৫ জুলাই এই লিগ মাঠ গড়ানোর কথা আছে। শেষ হবে ১১ আগস্ট।
অনন্য এক রেকর্ড গড়লেন সাকিব আল হাসান
টি-২০ র্যাংকিংয়ে বাংলাদেশ দল বেশ পিছিয়ে থাকলেও সাকিব বিশ্ব নন্দিত টি-২০ তারকা। ভারতীয় আইপিএল থেকে বিশ্বের প্রায় সকল টি-২০ লিগে খেলার অভিজ্ঞতা আছে তার। টি-২০ ক্রিকেটে সাকিব আল হাসান প্রায় তিনশ’র কাছাকাছি ম্যাচ খেলেছেন। রান করেছেন ৪ হাজার সাতশ’ ৬৩। এক ইনিংসে সর্বোচ্চ রান ৮৬। এছাড়া টি-২০ ক্রিকেটে তার নামের পাশে ৩৪৬ উইকেট আছে।
আরো পড়তে পারেন….
অভিনয় শিল্পীসংঘের নির্বাচন: সভাপতি সেলিম, সম্পাদক নাসিম
গ্রীন এডুকেটর হিসাবে পুরষ্কার পাচ্ছেন নদী ও পরিবেশ চিন্তক তুহিন শুভ্র মন্ডল