আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আন্তর্জাতিক ম্যাচে তিন মাস নিষিদ্ধ ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন (কনমেবল)। একই সঙ্গে তাকে ৫০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে। বিবিসির সংবাদে এ তথ্য জানা যায়। তবে এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবেন মেসি। এ জন্য মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে সাত দিন সময় দিয়েছে কনমেবল।নিষেধজ্ঞা বহাল থাকলে এই সময়ের মধ্যে আর্জেন্টিনার হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন না বার্সেলোনার এই ফরোয়ার্ড। আগামী তিন মাসে চিলি, মেক্সিকো, জার্মানির সঙ্গে প্রীতি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার।
জানা যায়, সম্প্রতি বাজ্রিলে অনুষ্ঠিত কোপা আমেরিকার সেমি-ফাইনালে স্বাগতিকদের কাছে হার এবং চিলির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পর রেফারি ও কনমেবলের কঠোর সমালোচনা করেন মেসি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ জয়ের পর পদক নিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও যাননি মেসি। আয়োজক ও রেফারিরা ব্রাজিলকে শিরোপা জেতাতে ‘দুর্নীতি করেছে’ বলে মন্তব্য করেন তিনি। পরে অবশ্য এজন্য ক্ষমাও চান লিওনেল মেসি।