দেশ-বিদেশ

সৌদি আরবে কারফিউ

নরসুন্দা ডটকম   March 23, 2020

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সোমবার থেকে দেশজুড়ে সকাল-সন্ধ্যা কারফিউ জারির ঘোষণা দিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান। রাজকীয় আদেশের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানায়, সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২১ দিন কারফিউ বলবৎ থাকবে।

রোববার জানা যায়, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। এই সংখ্যা এখন ৫১১। গালফ অঞ্চলের দেশগুলোর মধ্যে এখন সৌদি আরবেই করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সর্বোচ্চ। তবে দেশটিতে এখন পর্যন্ত কেউ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়নি। দেশটির রাজকীয় আদেশে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী ও স্বাস্থ্য বিভাগের সদস্যরা কারফিউর বিধিনিষেধের আওতায় আসবেন না।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইতিমধ্যে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। দেশটিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সিনেমা, শপিং মল, রেস্তোরাঁ বন্ধ করা করেছে। দুই সপ্তাহের জন্য আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ওমরাহ ও ট্যুরিস্ট ভিসা স্থগিত করেছে সৌদি সরকার।

আরো পড়তে পারেন…

প্রকাশিত হয়েছে ফয়সাল আহমেদের বই বাংলার মহারাজ : ত্রৈলোক্যনাথ চক্রবর্তী

About the author

নরসুন্দা ডটকম