কী দেখি ।। উত্তম দাস
পাশাপাশি দুটি বেড। দীর্ঘদিন হাসপাতালে থাকায় দুজনের বন্ধুত্ব। একজন জানালার পাশে অন্যজন একটু দূরে। ডাক্তারের বারণ থাকায় কেউ কারও বেডে যেতে পারে না। কিন্তু দূরের বন্ধুর ইচ্ছা ওই জানালার পাশে যাওয়ার।
দুজন কথাবলার সময় জানালার পাশের বন্ধু বাইরের দিকে ফিরে এক সুন্দরী মহিলা ও তার আয়েসি আদুরে বাচ্চার গল্প বলতেন। কিছুদিন পর জানালার পাশের বন্ধু মারা যায়।
এমন সময় দুরের বন্ধুর আশা পূরণ হয়। তিনি জানালা দিয়ে দেখতে পেলেন ছোট্ট বাচ্চা কোলে এক মা জীর্ণদেহে থালা হাতে রাস্তায় বসে।
শারীরিক দূরত্ব না সামাজিক দূরত্ব? – তাপস দাস