শত শব্দের গল্প সাহিত্য

জীবনের দাম ।। রমেন্দ্র নাথ ভট্টাচার্য

নরসুন্দা ডটকম   এপ্রিল ১৪, ২০২০
দাম

এক’শ শব্দের গল্প:

জীবনের দাম ।। রমেন্দ্র নাথ ভট্টাচার্য

বাবা নার্সিংহোমের কেবিনে শুয়ে। দুটো কিডনিই নষ্ট। ডাক্তার জবাব দিয়েছেন, ‘ কিডনি না পাল্টালে রুগি বাঁচবে না’। ছেলে অনিমেষ এগিয়ে এসেছিল। মা বাধা দিয়েছিলেন, ‘ তোর বউ ছেলেমেয়ে আছে। আমি বরং…’। কিন্তু ক্রশ ম্যাচিং-এ কেউই পাশ করতে পারল না। শেষমেশ খবরের কাগজে বিজ্ঞাপন—-কিডনি চাই।

কয়েকজন ডোনার অনিমেষের মোবাইলে ঝাঁপিয়ে পড়ল। দাবি একটাই। টাকা চাই। একজন তো বাড়ি এসে হাজির।

পঁচিশের যুবকটি স্মার্টলি বলে ফেলল, ‘ ম্যাচিং হলে অপারেশনের আগে দেবেন দশ লাখ । নার্সিংহোমের খরচ আপনার’।

অনিমেষ হতভম্ব, ‘ এত্তো টাকা ?’

যুবকটির উত্তর, ‘ আপনার বাবার জীবনের দাম’।

অনিমেষের মনে পড়ে গেল বাবার মুখে শোনা একটা কথা—-‘ টাকা দিয়ে কি জীবন কেনা যায় রে পাগল ?’

আরও পড়তে পারেন….

বারবেলা ।। দেবলীনা স্বপ্না পাল

কী দেখি ।। উত্তম দাস

অপ্রয়োজনীয় ।। রাজু বিশ্বাস

রমেন্দ্র নাথ ভট্টাচার্য : কবি ও গল্পকার, কলকাতা, ভারত।

রমেন্দ্র নাথ ভট্টাচার্য : কবি ও গল্পকার, কলকাতা, ভারত।

About the author

নরসুন্দা ডটকম