এক’শ শব্দের গল্প:
ধ্যাত্তেরিকা ।। তুহিন শুভ্র মন্ডল
হঠাৎই চোখে এসেছিল ভিডিওটা। অপূর্ব। কমন ফ্রেন্ডের জন্যই বোধহয় অর্পণের ফেসবুকের টাইমলাইনে এসেছিল। অসাধারণ গায় মেয়েটি! এই আকাশে আমার মুক্তি .. কি মায়াময় কন্ঠ! জায়গাটা খুব চেনা। এটা তো শান্তিনিকেতন…।
প্রিয় জায়গা অর্পণের। অনেকবার গিয়েছে। মধুজা সেনগুপ্ত। ফ্রেন্ডরিকোয়েস্ট পাঠালো অর্পণ। ইনবক্সে বার্তাও দিল গান ভাল লেগেছে। দশ দিন পর অ্যাকসেপ্টেড হল। ইনবক্সে মেসেজ হুমম.. ধন্যবাদ। অর্পণ-ধন্যবাদ দেবেন না। রবীন্দ্রনাথের গান ভালবাসি। শান্তিনিকেতন বড় প্রিয়। তাই রিকোয়েস্ট পাঠালাম।
বাই দ্য ওয়ে আপনি গান বেশ ভালই করেন। আবার ধন্যবাদ দিতে গিয়ে থেমে গেল মধুজা। হাসি পেল মনে মনে।কথাবার্তা একটু একটু করে এগোচ্ছে হঠাৎই সুইচ অফ অর্পণের মোবাইল। যা! ব্যাটারি গেল বোধহয়….