।। নরসুন্দা ডটকম।।
অনেকদিন ধরে তাঁরা একে অপরের সঙ্গী। সুখে-দুখে কাছাকাছি থেকেছেন। এ বার সেই সম্পর্ককে আরও পাকাপাকি বাঁধন দিলেন হলিউড অভিনেতা ও কুস্তিগীর জন সেনা। লক্ষ লক্ষ দর্শকের সামনে রিং-এই হাঁটু মুড়ে বসে গার্লফ্রেন্ড নিকি বেলাকে প্রোপোজ করলেন প্রো-রেসলিং-এর সুপারস্টার। চোখের জলে তাতে সায় দিয়েছেন নিকিও। সে নিজেও পেশাদার রেসলার।
রবিবার রাতে ট্রিপল ডব্লিউ-র ৩৩তম পর্বের ম্যাচ ছিল ফ্লোরিডার অরল্যান্ডোয়। ক্যাম্পিং ওর্য়াল্ড স্টেডিয়াম তখন ৭৫ হাজারের ভিড়ে ঠাসা। সবে মিক্সড ট্যাগ টিমের ‘দ্য মিজ’ ও ‘মেরিজ’কে হারিয়েছেন নিকি। সে ম্যাচের উত্তেজনায় তখন সকলেই ফুটছেন। হঠাৎই রিং-এর ভিতরেই নিকির সামনে মাইক হাতে দাঁড়িয়ে পড়েন জন। হাতে একটি ছোট কালো কৌটোয় ভরা হিরের এনগেজমেন্ট রিং। বাঁ-হাঁটু গেড়ে রিংয়েই বসে পড়েন জন। প্রশ্ন করেন,তুমি কি আমাকে বিয়ে করবে?”
জনের প্রোপোজালে চোখে জল এসে যায় নিকির। ছলছল চোখে ‘হ্যাঁ’ বলেন তিনি। নিচু হয়ে জনকে জড়িয়ে ধরে চুম্বন করেন নিকি। এর পর নিকিকে রিং পরিয়ে জড়িয়ে ধরে চুম্বন জনের। গোটা স্টেডিয়াম তখন উল্লাসে চিৎকার করছে। তাঁরাও যেন সায় দিলেন এই সম্পর্কে।