।। নরসুন্দা ডটকম ।।
হাতির দল চরে বেড়াচ্ছিল গহীন জঙ্গলে। বড় হাতিদের সঙ্গে ছিল একটি বাচ্চা হাতিও।
টলমল পায়ে অভিভাবকদের সঙ্গে হাঁটছিল সেই খুদে। কিন্তু হঠাৎই পিছন থেকে আক্রমণ।
বিশালাকার এক মদ্দা হাতি আচমকাই বাচ্চা হাতিটিকে জাপটে ধরে শুঁড়ে। কিছুটা পথ শুঁড়ে পেঁচিয়ে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দেয় মাটিতে।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার আডো এলিফ্যান্ট ন্যাশনাল পার্কে। জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
সম্প্রতি এই জাতীয় উদ্যানে বেড়াতে গিয়েছিলেন নেচার গাইড জেনি স্মিথিস এবং ফোটোগ্রাফার লোয়েড কার্টার। গাড়ির ভিতর থেকে গোটা ঘটনাটি ভিডিও করে তাঁরা। পোস্ট করেন ফেসবুকে। এর পর থেকেই ভাইরাল হয় ভিডিওটি।
সময়টা ছিল হাতিদের ‘মেটিং সিজন’ বা সঙ্গমের কাল। ঠিক এই সময়েই পুরুষ হাতিটির যাতায়াতের রাস্তায় বার বার সামনে চলে আসছিল ছোট হাতিটি। এতেই রেগে যায় বড় হাতিটি। এক বার নয়, তিন বার বাচ্চা হাতিটিকে শুঁড়ে জড়িয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়।