কলায় মাকড়শার বাসা।
ব্রাজিল থেকে আসা কলায় কামড় বসানোর পর সেটা থেকে শত শত মাকড়শার ছানা বেরিয়ে আসার পর ইংল্যান্ডে এক নারীকে তার শিশুসহ তিনি দিন বাড়ির বাইরে রাত্রিযাপন করতে হয়েছে।
ওয়ারউইকশয়ারের জেমা প্রাইস সুপার মার্কেট থেকে কলাটি কিনেছিলেন খাবেন বলে।
মিজ প্রাইস বলছিলেন, কিলবিল করে মাকড়শাগুলো আমার মুখে আর হাতে ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়ে বিছানায় আর লিও-র কটে। আমার মনে হয় কলার মধ্যে মা মাকড়শার ডিমের থলে ছিল। আর সেটাই কোনভাবে ভেঙে গিয়েছিল।
পরে ওয়ারউইকশায়ারের বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা মিজ প্রাইসকে বলেছিলেন, ঐ জাতের মাকড়শার কামড় খেলে তার মৃত্যু হতে পারতো।
এরপর পুলিশ এসে বাড়ি খালি করে। জেমা প্রাইসকে তিন রাত কাটাতে হয় তার মায়ের বাড়িতে।
যেখান থেকে কলাটি কেনা হয়েছিল সেই সুপারমার্কেট নিজ খরচে একটি বিশেষজ্ঞ কীটনাশক কোম্পানিকে দিয়ে মিজ প্রাইসের বাড়িকে মাকড়শা-মুক্ত করে।বিবিসি বাংলা।