বাংলাদেশকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় স্থান থেকে শীর্ষে উঠে আসার সঙ্গে সঙ্গেই জায়গা হারাল ভারত।
গতকাল বৃহস্পতিবার আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে নেমে গেল ভারত। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ ১০৪ রানে জিতে নেয় প্রোটিয়ারা। আর সেই কারণেই ভারতকে টপকে উঠে আসা।
যদিও রেটিংয়ে দুই দলই সমান সমান। দু’জনেরই রেটিং পয়েন্ট ১২০। ডেসিমাল পয়েন্টে এক নম্বরে জায়গা পাকা করেছে দক্ষিণ আফ্রিকা। আর সেই ডেসিমাল পয়েন্টেই দ্বিতীয় স্থানে নেমে যেতে হল ভারতকে। যদিও সামনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরু হবে। তখন আবার উঠে আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে।
কিছুদিন আগেই পাঁচ ম্যাচের সিরিজের শেষ ম্যাচে রোহিত শর্মার ১২৫ রানের সুবাদে সাত উইকেটে জিতে নিয়েছিল ভারত। সিরিজ জিতে নিয়েছিল ৪-১এ। সেই সময়ই ১ নম্বর স্থান পাঁকা করে নিয়েছিল ভারত। নেমে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। যদিও এক আর দু’য়ের মধ্যেই চলছে এই লড়াই।