দেশ-বিদেশ

পুল পার্টি বন্ধে অনলাইনে হাজারো মানুষের আবেদন কানাডায়

নরসুন্দা ডটকম   জানুয়ারি ১১, ২০১৮

একটি নগ্ন পুল পার্টি বন্ধের জন্য অনলাইনে আবেদন করেছেন কানাডার হাজার হাজার মানুষ। কারণ? ওই পার্টির জন্য যে বিজ্ঞাপন দেয়া হয়, সেখানে বলা হয় এটি সব বয়সের মানুষের জন্য উন্মুক্ত।

ফলে আবেদনকারীরা মনে করছেন, সেখানে যাওয়া শিশুরা বিপদে পড়তে পারে।

অবশ্য কালগারির ওই পার্টির আয়োজকরা বলছেন, পিটিশন দাখিলকারীদের নগ্নতার সংস্কৃতির বিষয়ে ভুল ধারণা রয়েছে।

 

কানাডার ক্যালগারির একটি অবকাশযাপন কেন্দ্রে নগ্ন ওই পুল পার্টি ১৪ই জানুয়ারি হওয়ার কথা রয়েছে।

কানাডায় নগ্ন পুল পার্টি বন্ধে অনলাইনে হাজার হাজার মানুষের আবেদন

চেঞ্জ ডট কমের ওই আবেদনে ১৮হাজারের বেশি মানুষ আবেদন করেছে। সেখানে তারা অনুরোধ করেছেন যে, অনুষ্ঠানটি যেন বন্ধ করে দেয়া হয় অথবা সেখানে বয়সের ব্যাপারটিতে পরিবর্তন করা হয়, যেন অপ্রাপ্তবয়স্করা সেখানে অংশ নিতে না পারে।

অনুষ্ঠানটির ব্যাপক প্রচারণার পর সেটির আয়োজনের অনুমতি দেয়ার ব্যাপারটি দ্বিতীয়বারের মতো ভাবতে শুরু করেছে ক্যালগারি কর্তৃপক্ষ।

স্থানীয় একটি প্রকৃতিবাদী গ্রুপ, যারা নগ্ন হওয়াকে প্রকৃতির সাথে মিশে যাওয়া বলে মনে করে, ওই পার্টির আয়োজন করেছে। নিজেদের সংগঠনের ফেসবুক পাতায় বিজ্ঞাপন দেয়ার পর অন্তত ১৮০জন জানিয়েছে, তারা ওই অনুষ্ঠানে অংশ নেয়ার পরিকল্পনা করছে।

তবে এর বিরুদ্ধে প্রথম পিটিশনটি দাখিল করেন এপ্রিল পার্কার নামের একজন কানাডীয় নারী। কারণ তার উদ্বেগ যে, সেখানে শিশুদের হয়রানি করা হতে পারে।

তবে এই পিটিশনের একটি পাল্টা পিটিশনও তৈরি হয়েছে চেঞ্জ ডটকমে। সেখানে বেন মুন নামের একজন নতুন পিটিশন তৈরি করেছেন, যেখানে বলা হচ্ছে, ”নগ্ন অনুষ্ঠানটি বন্ধের জন্য পিটিশনটি বন্ধের এই পিটিশন।” সেই পিটিশনেরও স্বাক্ষর করেছে ৪ হাজার মানুষ।

পড়ুন…..

বন্দী নাম্বার ৩৪৯০২ ও একটি গোপন ভালোবাসার গল্প 

About the author

নরসুন্দা ডটকম