সাহিত্য ডেস্কঃ
“তুমি অারাধ্য”
-সাইফুল ইসলাম মাসুম
————————-
তুমি জাগ্রত উন্নতশির
তুমি লৌহমানবী,
তুমি চেতনার বিস্ময়কর শক্তি
তুমি রক্তকরবী।
তুমি প্রমত্ত নদীর ঢেউ,
তুমি শান্ত নদীর প্রবাহ,
তুমি বীরঙ্গনা সারথী
তুমি ছন্দের অাবহ।
তুমি জাগ্রত চৌরঙ্গী
তুমি যুধিষ্ঠির,
তুমি ইস্পাতকঠোর
তুমি মহাবীর।
তুমি বটবৃক্ষ
তুমি ছায়া সুশীতল,
তুমি মহাসমুদ্র
তুমি হিমাচল।
তুমি অাপোষহীন,
তুমি অপ্রতিরোধ্য,
তুমি পরম মমতার
তুমি অারাধ্য।
তুমি রোদেলা দিবস
তুমি জোৎস্নারাত্রি,
তুৃমি উপাসনার সাথী
তুমি তীর্থযাত্রী।
তুমি যাতনার সহযাত্রী
তুমি বেদনার সখা,
তুমি কষ্টের সারথী,
তুমি প্রিয়লেখা।।