কবিতা সাহিত্য

সোহেল খান এর কবিতা- যদি ভালোবাসো আমাকে

নরসুন্দা ডটকম   এপ্রিল ১৮, ২০১৮
সোহেল খানের কবিতা

যদি ভালোবাসো আমাকে

———————————————————-

যদি ভালোবাসো আমাকে
আলাদীনের চেরাগের দৈত্যের
শক্তিতে বলিয়ান হয়ে হুকুম তামিলে
বান্দা হাজির হবে তোমার সামনে।
যদি ভালোবাসো আমাকে-
তোমার হাতে হাত রেখে
সাগর পাড়ি দেবো পায়ে হেটেই।
উত্তাল সাগরের ঢেউ নিমিষেই
অবনত মস্তিষ্কে তোমার
আলতা রাঙা পা ছুঁয়ে যাবে।
যদি ভালোবাসো আমাকে
নৃত্যের তালে তালে পাহাড়কে
ডিঙ্গিয়ে যাবো চোখের পলকেই।
যদি ভালোবাসো আমাকে
একলাফে আকাশ থেকে মেঘ ছিঁড়ে
স্নান করিয়ে দেবো শীতল জলে।
যদি ভালোবাসো আমাকে
উষর সাহারা মরুতে
অনবরত জল সেচে
শীতল করে দেবো নিমিষেই।
যদি ভালোবাসা আমাকে
এই বিশাল পৃথিবীকে মুঠো করে
চাবির গোছার মত বেঁধে দেবো
তোমার শাড়ীর আঁচলে।
যদি ভালোবাসো আমাকে
সাইবেরিয়ার তুষারে বসবে
সবুজের মেলা অনায়াসেই
তোমার আমার ভালোবাসার
উষ্ণ আলিঙ্গনে।
.
আদাবর, ঢাকা
২২/০৩/২০১৮ ইং

যদি ভালোবাসো আমাকে

আলাদীনের চেরাগ । ছবি: সংগ্রহ।

সবুজ স্বপ্ন বেড়ে উঠুক
———————————————————–
.
হঠাৎ করে স্বপ্ন দেখার সাধ হল
অনবরত ভাঙনের কবলে পড়ে
স্বপ্নের বাসর আর সাজানো হয়নি।
এলোমেলো অগোছালো ভাবেই
পড়েছিল স্টোর রুমের এক কোনে
অযত্নে আর অনেক অবহেলায়।
তোমাদের বাস্তবতার কষাঘাতে
জর্জরিত আমি আজ।
হিংসা, লোভ, অহংকার ছাড়া যেন
কিছুই দেখতে পাইনি এখানে।
হৃদয় হয়েছিল কঠিন পাথরের মত
মায়া, মমতা, ভালোবাসা হারিয়ে।
হিংসা আর লোভ বারবার পিছন
টেনেছে, সামনে এগোতেই দেয়নি।
দেবী মূর্তির মত সামনে দাঁড়ালে
পর্দা সরিয়ে দিলে এক ঝটকায়
আলোয় ঝলমল করে উঠলো যেন
মৃতের নগরীতে।
স্বপ্নগুলো জেগে উঠলো আবার
তোমার মন্দিরে পুঁজো দেবার আশায়।
ওগো মেয়ে, দেবী হবে মোর?
পূজারি দাঁড়িয়ে আছে বন্ধ দরজায়
পূজার ফুল নিয়ে।
বাড়িয়ে দাও তোমার চরণ যুগল
গ্রহণ করো অঞ্জলী মোর।
তৃষ্ণার্ত এই বুকের জমিন
শীতল কর তোমার ঝরনাধারায়।
ছুঁয়ে দাও কোমল হাত
সবুজ স্বপ্ন বেড়ে উঠুক
তোমার নিবিড় পরিচর্যায়।

১৯/০৩/২০১৮ ইং

সোহেল খান এর কবিতা : নরসুন্দা ডটকম।

সাগরে এসো

——————————————————-

ঝরনার জলে নিরালে বসে একা
বুকের কষ্ট ধুয়ে ফেলার বৃথা চেষ্টা
এখনো করে যাচ্ছ আগের মতই।
সুখী হতে গিয়ে ভালোবাসা ছুঁড়ে
কষ্টকে আশ্রয় দিলে বুকের গভীরে।
কাঁদতে গিয়ে কাঁদতে পারনি
করতে পারনি চিৎকার
গর্জন করে সাগরের জল
দিচ্ছে তোমায় ধিক্কার।
ওগো মেয়ে-
ঝরনার জল তোমায় ছুঁয়ে
নদী হয়ে মেশে সাগরে গিয়ে।
তবে কেন নদী হয়ে থাকা?
সাগরের সাথে মিতালী করে দেখো
নিমিষেই তোমার কষ্টগুলো
ধুয়ে দেবে তার বুকের নোনাজলে।
হয়তো জানোনা মেয়ে
তোমার যন্ত্রনাগুলো শুষে
নিজের বুকে ধারণ করার ক্ষমতা
শুধু সাগরেরই থাকে।
তবে ভাবনা কি?
সাগরে এসো….
১৬/০৩/২০১৮ ইং

আরো পড়ুন………………..

নাট্যকর্মী সোহেল খানের কবিতার খাতায়ঃ সবুজ স্বপ্ন বেড়ে উঠুক

ঝরনার জল

About the author

নরসুন্দা ডটকম