কবিতা সাহিত্য

কবি শামীম ফাতেমা মুন্নীর কবিতার খাতায়ঃ “ভালোলাগার খুনসুঁটিতে”

Md. Sohel Ahmed Khan   এপ্রিল ১৯, ২০১৮

সাহিত্য ডেস্কঃ

“ভালোলাগার খুনসুঁটিতে”

-শামীম ফাতেমা মুন্নী

 

গোধূলি লগনে বহতা নদীর পাড় আমার খুব পছন্দ,
হাজারো ব্যস্ততার ভীড়ে ও আজ
একটুখানি বসে যাওয়া,প্রিয় সে পাড়ে-
জীবন যে বহতা নদী,তাই ই তাকিয়ে ভাবি!
গড়ায় সময়, মন দোলে,উদাসী বাতাসে চুল ওড়ে,
শেষ বিকেলের আলোয় ভাসছে সব,ভেসে চলি আমিও
মন-গহীনের ছায়াসাথী হয়ে !
ফুচকা না চটপটি?হঠাৎ প্রশ্নে চমকে উঠি!
একটা হলেই হলো, এ আর এমন কি!
না,বলো পছন্দ তোমার কোনটি?
সায় দিলাম ফুচকায়।
শসা নাকি টমেটো?-দুটোই যে প্রিয়!
অনুনয় কন্ঠে -তোমাকে জানতে চাই যে….
টমেটোর লালে মন পুড়লো।
চকলেট নাকি আইসক্রিম -এবার বলো শুনি !
আবারো হাসি, কোনটা রেখে কোনটা বলি?
আইসক্রিম এর বরফে মন ভেজাই শেষে।
আচ্ছা,কি পছন্দ তোমার -সাগর নাকি আকাশ!?
অবাক ভাবনা উত্তর দেয়,
আকাশের ছায়া তো সাগরের বুক জুড়ে,,
তাই নীলাভ সাগরই আমায় হাতছানি দেয় খুব!
চলো যাই, কোনোদিন কোনো বনে অথবা পাহাড়ে
হারিয়ে যাবো দুজনা,হারানোর মন নিয়ে!
পাহাড়ে উঠে যদি তোমার মনের দোর খুলতে পারি,
তাহলে পাহাড়ই সই,বন নয়।
প্রেম বড় নাকি ভালোবাসা বড়?
প্রেমে পড়ে ভালোবাসো,নাকি ভালোবেসে প্রেম করো?
মুচকি হাসি সায় দেয় আদরে,
মায়াবী ভালোবাসা থেকেই প্রেম আসে তো, নাকি!
ভালো লাগে কাকে? চন্দ্র না সূর্য?
যদিও সূর্যের আলোয় আলোকিত চাঁদ
তবুও জেনো,প্রখরতা আমার পছন্দ নয়,
মিষ্টি জোছনার চাঁদ আমার প্রিয়,
কেননা তোমার আলোয় চাঁদের মতোই
আমি ও যে আলোকিত!
শেষ প্রশ্নোত্তর আমিই করি আজ !
যদি বলো, কোনটা বেছে নেবো-
তোমাকে না আমাকে!?
জেনো, তোমাকেই নেবো বেছে নিঃসন্দেহে
শুধু জানি, তোমার মাঝেই আমার নিত্যি বসবাস
নিঃশ্বাসের মতন,
আর নিঃশ্বাস ছাড়া কেউ বাঁচে না!!
মন উজাড় করা নিঃশব্দ হাসির ঢেউ আছড়ে পড়ে
ভালোবাসায় নিকোনো মায়ার উঠোনে,
মান্না দে গেয়ে চলে অন্তরে অবিরাম-
আমি তোমারই দিকটা নিলাম……।
ভালোবাসার লাল গোলাপ আমার
তোমারই হাতে গুঁজে দিলাম,
শুভেচ্ছা নিও আমার তুমি!!

About the author

Md. Sohel Ahmed Khan