সাহিত্য ডেস্কঃ
বারো মাস
-সরমিন হক বীথি
বৈশাখী বাতাসে কাঁচা আম ঝরে যায়
জ্যৈষ্ঠের খরতাপে প্রাণ করে হায় হায়।
আষাঢ়ের ডোবাতে ব্যাঙগুলো গান গায়
শ্রাবণের বারিতে খালবিল ডুবে যায়।
নদীতীরে কাশফুল ভাদ্রে শোভা পায়
আশ্বিনে সাদা মেঘ নীলাকাশে ভেসে যায়।
কৃষকের মুখে হাসি কার্তিকে দেখা যায়
সোনালি ধানের শিষ অগ্রহায়ণে দোল খায়।
পিঠাপুলি,নবান্নে পৌষের দিন যায়
মাঘ মাসে হাড় কাঁপে কনকনে ঠাণ্ডায়।
ফাল্গুনে চারদিক ফুলে ফুলে সেজে রয়
শিমুল রাঙা চৈত্রে বসন্ত ছুঁয়ে যায়।