সাহিত্য ডেস্কঃ
‘রঙ্গরসে ভরপুর এই রঙ্গপুর’ শিকড় সন্ধানী লেখক অধ্যাপক মুহম্মদ আলীম উদ্দীনের লেখা রংপুরের পালা, জারি ও অন্যান্য লুপ্তপ্রায় গান এবং নানা রবীন্দ্রনাথের একখানা মালা বইদুটোর পাঠউন্মোচন হলো অমর একুশে গ্রন্থমেলায়।
পাঠউন্মোচন করেন অনুবাদক ও সাহিত্যিক মোস্তফা তোফায়েল হোসেন ও লেখক ও গবেষক রেজাউল করিম মুকুল, কবি ও শিক্ষক সরমিন হক বীথি, নাট্যশিল্পী সোহেল আহমেদ খান, প্রকাশক মাসুদ রানা সাকিল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমি কর্মকর্তা আবিদ করিম মুন্না। আইডিয়া প্রকাশন থেকে প্রকাশিত গ্রন্থটির প্রচ্ছদ করেছেন কবি সাকিল মাসুদ। লেখক বাধ্যকজনিত কারণে পাঠউন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। এ সময় উপস্থিত সকলে বাঙ্গালী বিলুপ্তি ঐতিহ্যে পরিপূর্ণ গ্রন্থদুটির সার্বিক সফলতা এবং লেখকের দীর্ঘায়ু কামনা করেন।